মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরওয়ার, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী আবদুল আওয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাগুরা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আইয়ুব হোসেন খান, জেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, সিনিয়র সাংবাদিক মাহফুজার রহমান, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হোসেন, রবীন শরীফ, শ্রীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মহসিন মোল্লা, প্রচার সম্পাদক এ্যাড. ডিকোন রেজা, জুয়েল রানাসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল্লাহ।
What's Your Reaction?






