মাগুরার শ্রীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jan 30, 2025 - 20:35
 0  5
মাগুরার শ্রীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়ার খালপাড়া এলাকা থেকে মান্নান মোল্লা (৩৫) নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার( ৩০ জানুয়ারি)  খালের পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত মান্নান উপজেলা  টুপিপাড়া গ্রামের আলী হোসেনের পুত্র। সে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে ও রাইড শেয়ারিং কাজ করতেন। 
স্থানীয়রা জানান, নিহত ওই যুবক 
মোটরসাইকেল রাইড শেয়ারিং এর মাধ্যমে বিভিন্ন
জেলা শহর থেকে যাত্রী নিয়ে গ্রাম অঞ্চলে পৌঁছে দিতেন। বুধবার যাত্রী নিয়ে পৌঁছে দেওয়ার কাজে বের হয়।
রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। বৃহস্পতিবার ভোরের দিকে স্থানীয় লোকেরা টুপিপারা মৎস্যভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। 
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান,,মান্নান মোল্লা নামের গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow