মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবের শুভেচ্ছা
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজনকে বুধবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময়ে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি এম.আর জিন্নাহ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,আইয়ুব হোসেন খান, মোঃ জিয়াউর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।এ সময় শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
What's Your Reaction?