মাগুরার শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে পানিতে ডুবে রাফিজ খলিফা নামের ১ বছর ২মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।সে হোগলাডাঙ্গা গ্রামের রোহান খলিফার পুত্র।জানা গেছে,,ঘটনার দিন শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন।শিশু রাফিজ এ সময় বাহিরে খেলা করছিল। কিছু সময় পরে শিশুটিকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রান্না ঘরের পাশে পুকুর থেকে রাফিজকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
What's Your Reaction?