মাগুরার শ্রীপুরে শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক নসিমন 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Feb 15, 2025 - 23:51
 0  3
মাগুরার শ্রীপুরে শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক নসিমন 

মাগুরার শ্রীপুরে উপজেলা সোনাতুন্দী গ্রামে দক্ষিণ পাড়ার ১৮ মাস বয়সী শিশু মরিয়াম এর প্রাণ কেড়ে নিল ঘাতক নসিমন।

নিহত শিশুর পিতার নাম মুরাদ হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে মরিয়ম নামের শিশুটি বাড়ির পার্শ্ববর্তী রাস্তার উপরে খেলছিল এ সময় দ্রুত গতির একটি নছিমন ছুটে এসে শিশুটিকে আঘাত করে।  
এবং সে মাটিতে পড়ে গেলে এক পর্যায়ে শিশুটি চাউল বুঝায় নছিমনের চাকায় পৃষ্ট হয়।শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকেরা  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।সেখানে তার শরীরের অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য
মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।কিছু সময় পরে শিশুটির মৃত্যু হয়।স্থানীয়রা নসিমন টিকে আটক করে কিন্তু চালক পালিয়েছে।
জানা গেছে,,এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow