মাগুরায় আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Mar 22, 2025 - 14:42
 0  3
মাগুরায় আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আর্থিক সংকটে থাকা আছিয়ার পরিবারকে সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। গত শুক্রবার তিনি পরিবারটির খোঁজ নিতে তাদের বাড়িতে যান এবং ঈদ উপহারসামগ্রীসহ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে পরিবারটিকে ২৫ হাজার টাকার চেক, চাল ও অন্যান্য ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জানান, পরিবারটির আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। শিশুটির বাবা কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে প্রতিবন্ধী কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও আশ্বাস দেন, জেলা প্রশাসন এই পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow