মাগুরায় এক গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ মামলায় আটক-১
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূ (২১) কে ভ্যান থেকে নামিয়ে এ্যালেমের মোড়ে একটি পাট খেতে মধ্যে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে পালাক্রমে গণধর্ষণ ঘটনায় একটি মামলা হয়। পরে ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষা মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে সম্পন্ন হয়। মামলার এজহার নামীয় ২নং-পলাতক আসামি হায়াতুল ইসলাম( ২০) নামের এক যুবককে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। সে উপজেলার পলাশবাড়ীয়া ইউপির বেথড়ী গ্রামের জাফর মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে,, মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মুন্সী রাসেল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামি হায়াতুল ইসলামকে খুলনা জেলার দাকোপ থানাধীন পশুর নদীতে ভাসমান কার্গো থেকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে। পরে নারীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য ঘটনার রাতে ওই নারী আত্মীয় বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে-২বছর বয়সী তার শিশুকে সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন। এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এ্যালেমের মোড় নামক স্থানে পৌঁছালে ১ নং আসামি সহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে ভয় ভীতি দেখিয়ে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম জানান,,আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
What's Your Reaction?