মাগুরায় এসি আই মটরস সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা  

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Oct 22, 2024 - 20:28
 0  5
মাগুরায় এসি আই মটরস সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা  

মাগুরায় জমি চাষের ডক্টর সোনালীকা ট্রাক্টর এই প্রতিপাদ্য নিয়ে এসি আই মটরস সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা সম্পন্ন।২২ অক্টোবর সকালে মাগুরা সদরের মঘী ইউনিয়নের বড়খড়ি গ্রামের বিশ্বাস পাড়ায় সোনালীকা ডে উপলক্ষে মেলা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসি আই মটরস সোনালী ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডিলার,নেটওয়ার্ক পাটনার,ট্রাক্টর কাস্টমার ও ড্রাইভার বন্দ।অনুষ্ঠান পরিচালনার ছিলেন,এসি আই মটরস এর টেরিটরি ম্যানেজার মোঃ মাহাবুবুজ্জামান অভি,এটি এম মোস্তাফিজুর রহমান,টেরিটরি ম্যানেজার সার্ভিস গোপালগঞ্জ, মাগুরা ও ফরিদপুর মোঃ সিফাত খান। এসময় আরো উপস্থিত ছিলেন,মাকেটিং অফিসার, রিকভারি অফিসার,সার্ভিস সুপার ভাইজার ও টি এস এফ সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, মাগুরা সরকারি মহিলা কলেজের লেকচার মোঃ মাসুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাফর ট্রেডার্স সত্বাধিকারী মোঃ আবু জাফর মোল্লা,ডাঃ মনিরুল ইসলাম,সাইফুজ্জামান টোকন। 

সোনালীকা ডে বার্ষিক সার্ভিস অনুষ্ঠান মেলায় ছিলো রেজিষ্ট্রেশন বুথ,বিক্রয় অনুসন্ধান এক্সচেঞ্জ বুথ,টি এন্ড ফুড স্টল,ডিজিটাল বুথ,স্পেয়ার পার্টস বিক্রয় বুথ ও হেলথ চেকআপ বুথ স্টল ছিলো। এসি আই মটরস বিশেষ সম্মাননা পুরস্কার সোনালীকা বন্ধু মালাইনগর গ্রামের সুমন আলী,বেস্ট ট্রাক্টর মেইনটেইন শাহজাহান,উদ্যোক্তার গল্প প্রথম রুবেল,দ্বিতীয় আনসার, তৃতীয় শাহজাহান,খেলাধুলা প্রদর্শনী ঝুড়িতে বল নিক্ষেপ মুরাদ প্রথম ভিতর বাহির খেলায় প্রথম আলকাবা এবং র‍্যাফেল ড্র সাব্বির,আমিন,রমজান।হেলথ চেকআপ বুথে সেবা দেন শারমিন,ইতি খাতুন তমালিসা পারভীন তমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরিটরি ম্যানেজার মোঃ মাহবুবুজ্জামান (অভি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow