মাগুরায় ঐতিহ্যবাহী১০৪ তম বার্ষিক লাঠি খেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Nov 1, 2024 - 19:34
 0  4
মাগুরায় ঐতিহ্যবাহী১০৪ তম বার্ষিক লাঠি খেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত 

মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া ঐতিহ্যবাহী-১০৪ তম বার্ষিক লাঠি খেলা উপলক্ষে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে লাঠি খেলা প্রতিযোগিতা ও বিচার গানের আয়োজন করে,ডুমুরশিয়া বাজার বণিক সমিতি মহম্মদপুর-মাগুরা।এউপলক্ষে উপজেলার ডুমুরশিয়া ডি,সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১লা পহেলা নভেম্বর বাংলা১৬ কার্তিক দুপুরে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলার শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটি।

ডুমুরশিয়ার লাঠি খেলার মেলাটি মাগুরা জেলার মধ্যে জনপ্রিয় মেলা। মূলত এ মেলার কারনেই ডুমুরশিয়া গ্রামের পরিচিতি বৃদ্ধি পেয়েছে। 
লাঠি খেলার মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিচার গান বা,পালা গান অন্যতম এ ছাড়াও দেশের নামিদামি শিল্পিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে থাকেন।মেলাকে কেন্দ্র করে ডুমুরশিয়া গ্রামসহ আশ পাশের প্রায়-১০টি গ্রামের মানুষ ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
লাঠি খেলার উৎসব এর পাশে বসেছে গ্রামীণ মেলা।
মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও বিভিন্ন খাদ্য সামগ্রী,খেলনা,কসমেটিক্স দোকান পসরা বসেছে।লাঠি খেলা দেখার জন্য হাজার হাজার নারী পুরুষ ভিড় করেন। বিভিন্ন স্থান থেকে এবারে লাঠি খেলায় নারী পুরুষসহ বেশ কয়েকটি দল অংশ গ্রহণ করে।
এই লাঠি খেলা গ্রামীন মেলা দেখতে প্রতি বছর এলাকাবাসী ও আত্মীয় কুটুম বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ভিড় করতে দেখা যায়।স্থানীয়রা জানান,,রাতে বিচার গানের আয়োজন করা হয়েছে।সবশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দলকে পুরস্কার দেওয়ার প্রস্তুতি চলছিল রিপোর্ট লেখা পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow