মাগুরায় কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Mar 21, 2025 - 13:52
 0  3
মাগুরায় কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান দেলোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করীম, মুফতি আরিফুল হক, মুফতি লোকমান হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বাসার আখন্দ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা ও কুরআনের শিক্ষার আলোকে জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে "এক ঘণ্টার মাদ্রাসা" কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেও সম্মাননা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow