মাগুরায় জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কৌশিক চক্রবর্তীর সাফল্য

মাগুরায় জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাগুরা।
রবিবার (২৭ এপ্রিল) মাগুরা পিটিআই খেলার মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মহম্মদপুর উপজেলার বেজড়া-নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৌশিক চক্রবর্তী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বাংলা বিভাগে প্রথম এবং ইংরেজি বিভাগে তৃতীয় স্থান অর্জন করে।
কৌশিক চক্রবর্তীর মা শক্তির রানী সিংহ রায় বেজড়া-নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা কমল চক্রবর্তী। কৌশিক তাদের একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, কৌশিক চক্রবর্তী আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে বাংলা বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
What's Your Reaction?






