মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরার মহম্মদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্পপরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল।
১৪ মার্চ সকালে আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মহম্মদপুর প্রতিবন্ধী সমন্বয় সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্পপরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ একে এম নাসিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঈদ সামগ্রী পেয়ে আনন্দিত প্রতিবন্ধী ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ড. মোঃ আলী আফজাল ও তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ৩০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
What's Your Reaction?






