মাগুরায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সেমিনার  

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Dec 11, 2024 - 19:07
 0  4
মাগুরায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সেমিনার  

মাগুরায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি, রেজিষ্ট্রেশন নম্বর-এস-১৮৮০ (৫৬)/৯৭ সেমিনার-২০২৪ শেষ হয়েছে।প্রতিপাদ্য বিষয় হলো,মানব কল্যাণে ইউনানী আয়ূর্বেদ-চিকিৎসার অবদান।১০ ডিসেম্বর  বেলা ১১.৩০ টার সময় মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে হাকীম মোঃ লিয়াকত আলী খাঁন এর সার্বিক সহযোগিতায় সেমিনার করা হয়।বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সেমিনারে সভাপতি জেলা কমিটি ডাঃ মোঃ এম.আজিজ এর সভাপতিত্বে ও সঞ্চালক ছিলেন সদস্য জেলা কমিটি ডাঃ মাহমুদুর রহমান।শুভেচ্ছা আলোচক ছিলেন, মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকীম বাসারুল হায়দার বাচ্চু।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক কেন্দ্রয়ী কমিটি হাকীম মোঃ দেলোয়ার হোসেন,মাগুরা জেলা কমিটি সদস্য কবিরাজ আব্দুস ছালাম,কবিরাজ মোঃ নজরুল ইসলাম,ডা: জমসের আলী খাঁন,হাকীম আনোয়ার হোসেন,কবিরাজ মোঃ আব্দুল গফফার,হাকীম জাকারিয়া ফারুক,ডাঃ সেলিম রেজা,ঝিনাইদহ কমিটি সাধারণ সম্পাদক হাকীম আমজাদ হোসেন।এসময় উপস্থিত ছিলেন,কবিরাজ-হাকীম মোঃ রোকন মিয়া,কাকন,মোঃ আঃ মামুন,আনোয়ার হোসেন, আব্দুর সুফিয়ান,মোঃ মাহমুদুর রহমান,মোঃ আজিজুর রহমান,মোঃ সোহার সহ ৭০ জন দেশীয় চিকিৎসক সমিতির চিকিৎসক বৃন্দ।আরও উপস্থিত ছিলেন, অক্সফোর্ড ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের(প্রভাষক) মোঃ ফারুক আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow