মাগুরায় বেঙ্গাবেরইল গ্রামে জাহিদ হত্যা মামলার ২ জন আসামীকে আটক করেছে র‍্যাব-৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Aug 24, 2024 - 22:11
 0  5
মাগুরায় বেঙ্গাবেরইল গ্রামে জাহিদ হত্যা মামলার ২ জন আসামীকে আটক করেছে র‍্যাব-৬

মাগুরা সদরে উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের দুপক্ষের বিরোধের জেরে খুন হওয়া জাহিদ মোল্লা (৪৪) হত্যা মামলার ২আসামীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার বিকালে সদর উপজেলার বেঙ্গা বাজার এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব। শনিবার এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয় নিশ্চিত করেছে র‍্যাব-৬। আটককৃতরা হচ্ছে বেঙ্গাবেরইল গ্রামের হাছেদ আলীর পুত্র সাজ্জাদ হোসেন(৩৪) ও একই গ্রামের আজম মোল্লার পুত্র মতিয়ার রহমাম (৩৫)। 

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়,চলতি বছরের ২০ জুন
দুপুরে মাগুরা সদরের রাঘবদার ইউপির বেঙ্গা বেরইল গ্রামে গ্রাম্য দলাদলি এন্বং পূর্ব শত্রুতার কারণে আসামীরা প্রতিপক্ষদেরকে হত্যা করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে গ্রামে মহড়া দিতে থাকে। এ সময়ে ডাক চিৎকার শুনে প্রতিবেশী আবদুল কুদ্দুস মোল্লার ছেলে জাহিদুল ঘর থেকে বের হলে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনার পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে অবস্থার অবনতি দেখা দিলে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ছেলেকে হত্যার ঘটনায় নিহত জাহিদুলের মা বাদী হয়ে ২১জুন ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামী করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow