মাগুরায় ভুল নাম্বারে চলে যাওয়া টাকা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Sep 30, 2024 - 21:59
 0  4
মাগুরায় ভুল নাম্বারে চলে যাওয়া টাকা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার 

মাগুরার জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম এর নির্দেশে ৩০ সেপ্টেম্বর ২০২৪ মাগুরা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল জিডি এবং অভিযোগ অনুসন্ধান করে মোবাইল ব্যাংকিং এর ভুল নাম্বারে চলে যাওয়া মোট ৭২,০০০/=হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য,কাজী জুবায়ের আহম্মেদ,পিতাঃ কাজী ইবাদত হোসেন,গ্রাম-মাধবপুর,মহম্মদপুর-মাগুরা। গত ১৯ আগস্ট ২০,০০০/=হাজার টাকা,মোঃ ইব্রাহিম মৃধা পিতাঃ মোঃ তিলাম মৃধা,গ্রাম-ভিটাসাইর,মাগুরা সদর,জেলা মাগুরা। ২৫ সেপ্টেম্বর  ৩০,০০০/=হাজার টাকা,মোঃ ইমরুল হক পিতাঃ মোঃ ফুলমিয়া সর্দার,সাং-দীননাথ পাড়া, পোস্ট-চরবালিদিয়া,লোহাগড়া,জেলা-নড়াইল। বর্তমান ঠিকানা-মাস্টার মোবাইল সেন্টার,ভায়নামোড়,মাগুরা সদর,মাগুরা। গত ৫ মে ২২,০০০/=হাজার টাকা ভুল নাম্বারে সেন্ডমানি করেন।পরবর্তীতে তারা টাকা ফেরত পাওয়ার নানা চেষ্টা করে ব্যর্থ হয়ে মাগুরা জেলা পুলিশের সহায়তা চান। ভুক্তভোগীরা তাদের ভুল নাম্বারে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে মাগুরা জেলা পুলিশকে বিশেষ ধন্যবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow