মাগুরায় শিল্পকলা একাডেমিতে কোর্স সমাপনী পরীক্ষার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরায় শিল্পকলা একাডেমিতে কোর্স সমাপনী পরীক্ষার সনদপত্র বিতরণ ও প্রশিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। ১১জানুয়ারি সন্ধ্যায় মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমি মাগুরার প্রশিক্ষণ বিভাগের সংগীত,নৃত্যকলা,চারুকলা,তালবাদ্যযন্ত্র ও নাট্যকলা বিভাগের ৪ বছর মেয়াদী কোর্স সমাপনী পরীক্ষায় ১৯৯জনের সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন।সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক,সিনিয়র সাংবাদিক এম এ হাকিম। মাগুরা জেলা শিল্প কলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আপেল মাহমুদ,সংগীত প্রশিক্ষক অজয় কুমার চক্রবর্তী,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাফায়েত জামিল,সাউন্ড সিস্টেম অপারেটর মোঃ কামরুজ্জামান,অফিস সহায়ক আলফাজ কাজী।
সনদপত্র বিতরণ শেষে অতিথি বৃন্দ প্রশিক্ষণার্থীদের নৃত্য ও গান উপভোগ করেন।
What's Your Reaction?