মাগুরায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মাগুরা জেলার সাংবাদিকবৃন্দের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদের হাটে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জেলার চার উপজেলা মাগুরা সদর,শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃদ।
সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পরে পরিবর্তিত পরিস্থিতি,সমস্যা,সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাব মাগুরার সভাপতি সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,শামীম আহমেদ খান, এমএ হাকিম, খান শরাফত হোসেন,আবু বাসার আখন্দ,রূপক আইচ,কাজী আশিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাগুরা নবাগতা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,তার বক্তব্যে সাংবাদিকদের সবার সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস।
What's Your Reaction?