মাগুরায় হটাৎ বৃষ্টিতে ভেঙে পড়ল ব্রিজ সংলগ্ন রাস্তা, চরম ঝুঁকিতে যানবাহন চলাচল

মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের এক অংশ গত রাতে হঠাৎ বৃষ্টিতে ভেঙে পড়াছে নদীগর্ভে। এ ঘটনার পর জন গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।মহাসড়কের দুপাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে।যদিও তাৎক্ষণিক অস্থায়ী ভাবে পানি উন্নয়ন বোর্ড সংস্কারের কাজ শুরু করেছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,,বৃষ্টির কারণে ব্রীজটির সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফিট অংশ ভেঙে পড়েছে নদীর মাঝে। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ চলছে বলে জানা গেছে।
What's Your Reaction?






