মাগুরায় ১৬৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-২  রোহিঙ্গা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jan 8, 2025 - 12:18
 0  6
মাগুরায় ১৬৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-২  রোহিঙ্গা

মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাগুরার একটি টিম ৭ জানুয়ারি  সকালে জেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসআই মোঃ আছাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজিজ (৪৭), পিতা-মৃত আমির হোসেন, ও আব্দুল কুদ্দুস (৪৫), পিতা-মৃত মোস্তাক আহম্মেদ, উভয় সাং- হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪, থানা-উখিয়া,জেলা-কক্সবাজার দুজনকে আটক করে ডিবি পুলিশ। 

জিজ্ঞাসাবাদে তাহারা হাকিমপাড়া (রোহিঙ্গা ক্যাম্প-১৪) হতে মাগুরায় আসার কথা জানায় এবং বিশেষ কায়দায় তাহাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। 
পরে আটক ২জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জরুরী বিভাগে নিয়া হলে কর্তব্যরত ডাক্তার এর মাধ্যমে আল্ট্রাসোনো করিয়া নিশ্চিত হওয়ার পরে ওয়াশ করিয়া তাদের পেটের ভিতর থেকে মোট ১৬৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।জানা গেছে,,এই ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow