মাগুরায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আলোচনা সভা 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Oct 1, 2024 - 23:20
 0  3
মাগুরায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আলোচনা সভা 

মাগুরায় ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ”এই প্রতিপাদ্য নিয়ে এ দিবস পালন করা হয়।মঙ্গলবার সকালে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ চাঁদের হাট এ মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়য়ের সহযোগিতায় প্রবীণ দিবসের আলোচনা সভা করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ও সঞ্চালনা করে মাগুরা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম।এসময় উপস্থিত ছিলেন,এডিসি আব্দুল কাদের,মাগুরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ঝুমুর সরকার,মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান।  
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এছাড়াও আন্তর্জাতিক প্রবীণ দিবসে উপস্থিত বক্তব্য রাখেন,জাহিদ হোসেন,কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ,ইতিহাসবিদ ও সমাজসেবক ডাঃ তাসুকুজ্জামান,রোভা ফাউন্ডেশন ইডি কামরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, এ্যাডঃ আহম্মেদ,প্রবীণ হিতৈষী সংঘ সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী,মাগুরা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এম আর খান, মাগুরা সিভিল সার্জন ডাঃ শামীম কবির,জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক ও মাগুরা প্রবীণ হিতৈষী মহিলা বিষয়ক সম্পাদক শাহানা ফেরদৌস হ্যাপি প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow