মাটিরাঙায় ডাকাতি মামলায় দুইজন গ্রেপ্তার

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙায় পুলিশের হাতে দুই ডাকাত আটক হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে মাটিরাঙা পৌর এলাকার ১০ নম্বর ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—নাঈম আল সুলতান (৩১) ও মো. ইউসুফ ওরফে কালা (৩৫)। জানা গেছে, নোয়াখালী জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ মার্চ রাত তিনটার দিকে মাটিরাঙা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার ইসলামপুর এলাকায় মঞ্জুর ইসলামের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এই দুজন জড়িত ছিলেন। সেদিন বাড়ির বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ঘটনার পর মঞ্জুর ইসলাম বাদী হয়ে থানায় মামলা (মাটিরাঙা থানার মামলা নম্বর-১, তারিখ: ০৪/০৩/২০২৫) দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নাঈমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—কোরাবারী ১টি, ঘরের দরজা ভাঙার যন্ত্র ২টি, ধামা ১টি, চাকু ১টি, চাপাতি ১টি, হাসুয়া ২টি, ১টি বোরকা এবং লুণ্ঠিত কিছু মালামাল।
আটককৃত নাঈম আল সুলতান মাটিরাঙা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। অপর আটককৃত মো. ইউসুফ ওরফে কালা লক্ষ্মীপুর জেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের বাসিন্দা তছির আহম্মেদের ছেলে।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, "মঞ্জুর ইসলামের বসতবাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ঘটনায় জড়িত দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।"
What's Your Reaction?






