মাটিরাঙ্গায় বদরী কাফেলা'র (৩১৩) উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 18, 2025 - 22:15
 0  3
মাটিরাঙ্গায় বদরী কাফেলা'র (৩১৩) উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বদরী কাফেলা'র (৩১৩) উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ রমাদান—বদর দিবস উপলক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরী কাফেলা'র (৩১৩) সভাপতি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আক্তারুজ্জামান, ইসলামি আন্দোলনের উপজেলা আমীর নূরুল ইসলাম ও স্থানীয় ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সলিম উল্লাহ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ নানা প্রতিকূলতার সম্মুখীন। বদরের যুদ্ধের ৩১৩ জন সাহসী যোদ্ধার চেতনায় অনুপ্রাণিত হয়ে মুসলিমদের ঈমানি শক্তিতে উজ্জীবিত হওয়া জরুরি। নবীজির (স.) নেতৃত্বে বদরের ময়দানে যে আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস রচিত হয়েছিল, তা থেকেই শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি বদরী কাফেলা'র উদ্যোগে মাটিরাঙ্গায় অনুষ্ঠিত তাফসীর মাহফিলের সফল আয়োজন প্রশংসার দাবিদার। সংগঠনের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর সামছুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আবদুর রহিম, সাবেক ছাত্রনেতা মাকছুদুর রহমানসহ বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন, ছাত্র শিবির, বদরী কাফেলা'র নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও গণমাধ্যম কর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow