মাদক নির্মূলে বিজয়নগরে ঐক্যমত
মাদক সকল অপরাধের প্রবেশদ্বার আখ্যায়িত করে মাদক নির্মূলে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
৩১ অক্টোবর বৃহস্পতিবার বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় সীমান্তবর্তী উপজেলায় মাদক সকল অপরাধের প্রবেশদ্বার আখ্যায়িত করে উপস্থিত সকলে বক্তব্যে জানান, মাদককে অগ্রাধিকার দিয়ে কাজ করলে চুরি,ডাকাতি, ইভটিজিং সহ অনেক অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহারুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ দবির উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়নগর উপজেলার আহবায়ক মোঃ মহসিন আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা জমির দস্তগীর, হেফাজতে ইসলামের বিজয়নগর প্রতিনিধি মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ জিহাদুল হক, মোঃ জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
What's Your Reaction?