মাদক-সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বিচার এবং পরিবেশ রক্ষার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ক্লাব সড়কে সুশাসন সুরক্ষা পরিষদ পিরোজপুর-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। তিনি বলেন, “২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে পিরোজপুর শহর ও জেলার বিভিন্ন দুর্নীতির চিত্র, লুটপাট, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বারবার আওয়াজ তুলেছি। আজকের মানববন্ধন তারই ধারাবাহিকতা।”
তিনি অভিযোগ করেন, “পানি সরবরাহ ব্যবস্থায় প্রতারণা, মশার উৎপাত, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের ঘাটতি শহরবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য। এসব বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের অভিযান সত্ত্বেও মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে এলাকাবাসী মুক্তি পাচ্ছে না। তাই এবার সাধারণ মানুষই মাঠে নেমেছে। বক্তারা প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা কামনা করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুশাসন সুরক্ষা পরিষদের সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক সরদার রিয়াদ নূর পরশ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন, সুজন জেলা কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, অ্যাডভোকেট জসীম উদ্দীন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মাহবুব, শিক্ষক রেজাউল করিম, জিয়া মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান হায়দারসহ অনেকে।
What's Your Reaction?






