মাদারীপুরের কালকিনিতে কুমির আতঙ্কে আড়িয়াল খাঁ নদ পাড়ের মানুষেরা

আলমাছ ব্যাপারী,কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি
Feb 23, 2025 - 02:18
 0  1
মাদারীপুরের কালকিনিতে কুমির আতঙ্কে আড়িয়াল খাঁ নদ পাড়ের মানুষেরা

হঠাৎ করেই কুমিরের দেখা মিললো আড়িয়াল খাঁ নদে। তাইতো থেমে গেছে দুই পাড়ের বাসিন্দাদের নদী কেন্দ্রীক সমস্ত কাজ। ভয়ে, আতেঙ্ক দিন কাটছে তাদের। এই বুঝি কুমির এলো ,এই বুঝি কুমির এলো।এই ভয় , আতঙ্গ  নিয়ে  চলছে তারা। 

স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদে হঠাৎ করেই দেখা মিলেছে কুমিরের । উপজেলার আলীনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন নদে এ কুমিরের দেখা মিলেছে। পূর্ব এনায়েতনগরের পূর্ব আলিপুর এলাকার তিন মটরের রাস্তার মাথা  নামক স্থানে আড়িয়াল খাঁ নদে ভেসে ওঠে কুমির গুলো। এতে নদের পাড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্গ। । বুধবার ( ১৯-০২-২০২৫) স্থানীয় জেলেরা মাছ শিকারে নদে গেলে হঠাৎ কয়েকটি কুমির ভেসে ওঠে । এ অবস্থা দেখে তারা ভয় পেয়ে যায় । এবং সাথে থাকা মোবাইল ফোন দিয়ে ভাসতে থাকা কুমিরদের ভিডিও ধারন করেন। এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে । এবং জনমনে সৃষ্টি  হয় আতঙ্ক। তাইতো এখন দুই পাড়ের মানুষের নদী কেন্দ্রিক সমস্ত কাজ রয়েছে বন্ধ। জেলেরা মাছ শিকারে নামছে না নদে যা ও  দু একজন যাচ্ছে রয়েছে বাড়তি সতর্কে। গৃহস্থলির কোন কাজ করছে না নদে, সকল কাজ কর্ম রয়েছে বন্ধ। , গোসল , নাওয়া , যাতায়ত, পরিবহন , সব কিছুতেই রয়েছে বাড়তি  সর্তকতা। এতে করে চরম আতঙ্কে ভুগছে নদীর  দুই   পাড়ের মানুষ গুলো। এ নদ সাথে যাদের মিতালী , নদ ছাড়া যারা চলতে পারে না তারা আজ ভয় আতঙ্কে দিন পার করছে। বৃদ্ধ থেকে শিশু সবাই রয়েছে ভয়ে ।  

এ বিষয়ে নদ পাড়ের বাসিন্দারা  বলেন এই নদীর উপর আমাদের নির্ভর করে চলতে হয় । কুমির আতঙ্কে নাওয়া –খাওয়া ,মাছ শিকার ,গৃহস্থলির কাজ সহ সকল কাজ কর্ম বন্ধ । এই নদীতে কুমির তা চোখে না দেখলে বিশ্বাস করতাম না।  এমন অবস্থা আমরা কোন দিন দেখিনি। আমরা অনেক আতঙ্কে রয়েছি।

প্রত্যক্ষ দর্শী জেলে জাহিদুল ইসলাম বলেন মাছ শিকার করতে নদীর মাঝ খানে গেলে হঠাৎ ভাসতে দেখি কুমির গুলোকে পরে সাথে সাথে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে  পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেই।

এ বিষয়ে পূর্ব এনায়েত নগরের চেয়ারম্যান নেয়ামুল আঁকন বলেন : ঘটনার সত্যতা নিশ্চত করে ভিডিও সংগ্রহ করে ইউএনও  স্যারকে পাঠিয়ে দেই এবং নদীর পাড়ের মানুষদের সতর্ক করার জন্য মাইকিং করি। তবে জনমনের আতঙ্ক বেড়েই চলছে। 

তবে  কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ জানান  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে সর্তকতা জারি করি। নদের দুই পারের সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য স্থানীয় পর্যায়ে মাইকিং করা হয়েছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমেও সতর্কীকরন করা হয়। মাছ শিকার করতে সর্বচ্চো সর্তকতা অবলম্বন এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গোসল ও নদে নামতে  নিষেধ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow