মাদারীপুরের কালকিনিতে ত্রিপল মার্ডারের মামলার ১০ আসামি গ্রেফতার
মাদারীপুরের কালকিনিতে ত্রিপল মার্ডারের মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছেন আইনশৃংখলা বাহিনী।
সোমবার রাতে হত্যা মামলার আসামি ফয়সাল কে সাথে নিয়ে অভিযানে গিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।
ত্রিপল মার্ডারের আটককৃ ১০ আসামি হলেন। মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন মতু হাওলাদার, বেলায়েত।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২৭ ডিসেম্বর সংগঠিত এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা হয়েছে। এতে প্রায় ২শ’ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও প্রায় ২শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ পর্যন্ত প্রায় ১০ জনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সোমবার রাতে মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি),কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল আটককৃত আসামিকে নিয়ে কালাই সরদারের চর এলাকায় অভিযান চালায়।
অভিযানে হত্যার পর নিহতের হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়। এসময় ওই এলাকা হতে ব্যাগভর্তি হাতবোমাও উদ্ধার হয়।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারসহ তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামের এক সহযোগী নিহত হন। এছাড়াও বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় হতাহতদের পরিবার কালকিনি থানায় তিনটি পৃথক মামলা করেন।
What's Your Reaction?