মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Apr 4, 2025 - 21:43
 0  13
মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউনুস সরদারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং দায়ের কোপে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ইউনুস সরদারের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ইউনুস সরদারের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তার স্ত্রীকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ইউনুস সরদারকে প্রথমে গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার স্ত্রী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, "কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow