মাদ্রাসার ছাত্রদের সবক দেওয়া উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় নব বছরে মাদ্রাসায় সাত জন ছাত্রকে হেফজ বিভাগে সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
১০ই জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ছয় টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় অত্র মাদ্রাসার সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খিরাতলা জামে মসজিদের ক্যাশিয়ার মাওলানা আলাল উদ্দিন, সেনা সদস্য মোঃ আবুল খায়ের,,সাংবাদিক শামীম উসমান গণী, সাংবাদিক শাহনেওয়াজ শাহ, মসজিদের খাদেম আমিন মোল্লা,হাজী বাহার মিয়া,মোঃ খালেদ মিয়া প্রমুখ।
মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, আমাদের খিরাতলা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা ৭ জন ছাত্রকে হেফ্জ ছবক দিতে পেরেছি। এই মাদরাসা থেকে প্রতিবছর চার পাঁচ জন করে হেফ্জ শেষ করার পর মাহফিলের মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়ে থাকি।
মাদ্রাসার সভাপতি শাহজাহান ভূঁইয়া জানান, আমি এ মাদ্রাসার সভাপতি হিসেবে গর্ববোধ করি। আমাদের এই মাদ্রাসা থেকে প্রতি বছর চার থেকে পাঁচ জন ছাত্রকে আমরা বিদায় সংবর্ধনা দিয়ে থাকি। আপনারা সবাই আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন।
মাওলানা আলাল উদ্দিন জানান, আমি মসজিদের ক্যাশিয়ার এর দায়িত্ব পালন করার পাশাপাশি মাদ্রাসাটি দেখাশোনা করি। এই মাদ্রাসাটি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে পরিচালনা করে আসছে। আমরা দোয়া করি সব সময় এই মাদ্রাসার ছাত্রদেররকে দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক।
মিলাদ ও দোয়ার মাহফিল শেষে মিষ্টি বিতরণ ও দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।
What's Your Reaction?