মাধাইমুড়িতে শতবর্ষী চরক পূজা ও মেলা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার মাধাইমুড়ি গ্রামে বৃহস্পতিার (২৪ এপ্রিল) শতবর্ষী ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে মাধাইমুড়ি ও আশপাশের গ্রামগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।
চার দিনব্যাপী এই মেলার মূল আকর্ষণ ছিল চরক খেলা। বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয় চরক খেলার আনুষ্ঠানিকতা। ৩০ ফুট উচ্চতার একটি শিশুগাছের চূড়ায় বাঁশের তৈরি চরকীর একপাশে বরশি ফুটানো ভক্তকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর নিচে বাঁশ ধরে কয়েকজন ঘুরাতে থাকেন চরক গাছ। চরকি ঘুরতে ঘুরতে ভক্ত বাতাসা ছিটান, যা দর্শনার্থীরা মানত ও রোগমুক্তির আশায় সংগ্রহ করেন।
এবারের চরক খেলায় অংশ নেন নাটোরের সিংড়া উপজেলার লালন গ্রামের আনন্দ (৪৫)। তার গুরু বাবুল চন্দ্র সরকারের কাছ থেকে এই বিশেষ দক্ষতা শিখেছেন বলে জানান তিনি।
মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন বলেন, "এবার পূর্ণার্থীদের উপস্থিতি ছিল অতীতের তুলনায় বেশি। শান্তিপূর্ণ পরিবেশে মেলা সম্পন্ন হয়েছে।"
চরক পূজার মাধ্যমে শেষ হয়েছে শতবর্ষী মাধাইমুড়ি শিবের মেলা, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য এক বিশাল উৎসবের উপলক্ষ হয়ে ওঠে।
What's Your Reaction?






