মানবিক আচরণের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান – মিজানুর রহমান মোল্লা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 15, 2025 - 21:41
 0  11
মানবিক আচরণের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান – মিজানুর রহমান মোল্লা

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের চূড়ান্ত প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন, আমরা সকলে ভাই ভাই, কেউ কারও প্রতিপক্ষ নই। ইসলামী মূল্যবোধ ও মানবিক আচরণের চর্চার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ভাঙ্গা পৌর এলাকার ঐতিহাসিক ঈদগাহ মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীককে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিতে হবে। আল্লামা মামুনুল হকের নির্দেশনা অনুসারে আমাদের ঈমানী দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। পবিত্র দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই ও সংগ্রাম করতে হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। এখন ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আরও কাজ করতে হবে।

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ আমাদের একটি সুযোগ দিয়েছেন। দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মসজিদ ও মাদরাসার দায়িত্বশীলদেরও রিকশা প্রতীকের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী, সহ-সভাপতি ও সদরপুর উপজেলা সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, জেলা কমিটির দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান ফরিদী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, সদরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আরাফাত, ভাঙ্গা রহমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আবুল খায়ের সেলিম, ভাঙ্গা ঈদগাহ মাদরাসার মুহতামিম মাওলানা তলহা, হাফেজ কারী মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা মাহাবুল হক উপস্থিত ছিলেন এবং ইসলামের আলোকে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম। ইফতার মাহফিলে সহস্রাধিক মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়। ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও সাধারণ সম্পাদক শৃঙ্খলার সঙ্গে ইফতার সামগ্রী বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow