মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Feb 8, 2025 - 16:08
 0  3
মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামেএ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। তাদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ। 

ওই গ্রামের এলাকাবাসীরা জানান, আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল কাসেম লাঠি দিয়ে জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow