মামলায় নিরাপরাধ ব্যাক্তিদের আসামি করে হয়রানির অভিযোগ
ফরিদপুরের নগরকান্দার ফুলসুতি ইউনিয়নে বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে নিরাপরাধ কিছু মানুষকে ঘায়েল করতে একটি মামালায় মনগড়া আসামি বানিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে বাদীর বিরুদ্ধে।
জানাযায়, গত ১৮ জুন বেলা ১২ টার সময় একটি মারপিট করার ঘটনা উল্লেখ করে ১৬ জন কে আসামী করে বাউতিপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মোঃ জাকির ওরফে জাকু মিয়া (৫৪) বাদী হয়ে ২১ জুন নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন সাব- ইন্সপেক্টর মোঃ সেলিম মোল্লা। থানায় করা অভিযোগটি এফআইআর করে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানায় করা অভিযোগের বিষয়ে আসামী রুবেল মাতুব্বর বলেন, ঘটনার সময় আমি ও আমার পরিবারের কেউ সেখানে ছিলাম না। সে আরও বলেন আমার ভাই মোঃ শাকিল রবি সিম কম্পাণীর ডিলার সে ছিল তার রবি সিম কম্পাণীর অফিসে নগরকান্দায়,আমার আরেক ভাই সবুজ ছিল তার দোকানে নগরকান্দা বাজারে, আর আমি ছিলাম ফুলসুতি বাজারে আমার দোকানে। মামলায় আসামী হওয়ার বিষয় সে বলেন গ্রাম্য দলাদলি পক্ষ বিপক্ষ থাকার কারনে আমরা ঘটনাস্থলে না থাকা সত্বেও বাদী আমাদেরকে মিথ্যা আসামী বানিয়ে মামলা করেছে। অথচ বাদীর বাড়ির জায়গা জমি নিয়ে আমাদের সাথে কোন বিরোধ নেই, ছিলোওনা।
ঘটনার বিষয় জানতে প্রতিনিধির কথা হয় ঘটনা স্থানের পাশে মুদি দোকান্দার সালাম, স্হানীয় মনির মাতুব্বর এর সাথে। তারা বলেন, প্রকৃতপক্ষে ঘটনা স্থলে আবুল মাতুব্বর ও তার ছেলেরা কেউ ছিলো না, তাদের হয়রানি করার জন্য এই মামলায় তাদের নাম দেওয়া হয়েছে।
ফুলসুতি ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, আমি যতটুকু জানি ঘটনাস্থলে আসামিদের অনেকেই উপস্থিত ছিলেন না, তাদেরকেও আসামী করা হয়েছে। আশাকরি পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
বাদী জাকির হোসেন অভিযোগে বলেন, যারা আমার ছেলেকে মারধর করেছে আমি তাদের আসামী করে মামলা করেছি।
What's Your Reaction?