মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ড. আবু রেজা নদভীর সৌজন্য সাক্ষাৎ
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা নদভী। মঙ্গলবার (৭ মে) মালয়েশিয়া সরকারের আয়োজনে সান ওয়ে সিটিতে ওয়ার্ল্ড মুসলীম লীগের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ রিলিজিয়াস লিডারস- ২০২৪ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি ।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সকল ধর্মীয় নেতা অংশগ্রহণ করছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সভাপতিত্ব করেন সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী, সৌদি বাদশাহ’র প্রধান উপদেষ্টা ও মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. আব্দুল করিম আল ঈসা।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রফেসর. ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ বাংলাদেশের অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন আইআইইউসি বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর. ড. কাজী দীন মুহাম্মদ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুর রহিম।
What's Your Reaction?