মাসুদ সাঈদীর আদর্শে ১৬ জন সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 27, 2025 - 18:09
 0  2
মাসুদ সাঈদীর আদর্শে ১৬ জন সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

পিরোজপুরে পৌরাণিক রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সনাতন ধর্মাবলম্বীর ১৬ জন সদস্য জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন। আল্লাহামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদীর আহবান ও আদর্শের প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।

শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালি, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় অনুষ্ঠিত গণসংযোগকালে মাসুদ সাঈদীর আহবানে অসংখ্য মানুষের মাঝে ১৬ জন সনাতন ধর্মাবলম্বী সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এই অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসাহাক আলী ও অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা ও ঐক্যবদ্ধতার বাতাস বইতে দেখা যায়।

যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিলেন—পিরোজপুর সদর উপজেলার বিশ্বজিৎ সাহা, কুন্ডু সাহা, সমীরণ সাহা, জয় সাহা, উত্তম কুন্ড, নিতাই কুন্ডু, অচিন কুন্ডু, সুনীল দাস; এছাড়া বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, কদমতলার রতন কুমার শীল, শিকারপুরের সুকান্ত মিস্ত্রি, পালপাড়ার নিতাই মন্ডল, মনিন্দ্র লাল সাহা, ও রাজার হাটের জয়দেব মিত্র।

গণসংযোগ অনুষ্ঠানের আলোচনায় জনাব মাসুদ সাঈদী বলেন, "লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ করে তুলতে হলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলস পরিশ্রম ও কঠোর সাধনার প্রয়োজন।"

মাসুদ সাঈদী আরও ব্যাখ্যা করেন, "আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ০৫ আগস্টের বিজয় আমাদের সঠিক পথ দেখিয়েছে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সঠিক দিশায় কাজ করে একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা রইলো।"

এই দিনের গণসংযোগে সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা জামায়াতে ইসলামীকে শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে পর্যায়ে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow