মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জিয়ানগরে মানববন্ধন

পিরোজপুরের জিয়ানগরে সাংবাদিক মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় জিয়ানগরের ইন্দুরকানী বাজারের রূপালী চত্বর সম্মুখে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র এবং জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক নেতা আহসানুল হক ছগির, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম শহীদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন সৎ, সাহসী ও নির্ভীক কলমযোদ্ধা। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের ভেতর ও বাইরের মানুষকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিয়েছেন। বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপের কর্ণধর মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলার কারণে মাহমুদুর রহমান দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং বর্তমানে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।
আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, "মাহমুদুর রহমান 'ফ্যাসিবাদের গর্জন শোনা যায়' শীর্ষক লেখার মাধ্যমে আওয়ামী সরকারের মুখোশ উন্মোচন করেছিলেন। এরপরই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদীর মতোই মাহমুদুর রহমান অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করে যাচ্ছেন।"
তিনি আরও বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাকে পুনরায় দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে। এজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
What's Your Reaction?






