মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 25, 2025 - 21:09
 0  4
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর শাখার আমির মাওলানা ইসহাক আলী, ছাত্রদলের জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার, প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা।

মানববন্ধনে মাসুদ সাঈদী বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “মেঘনা গ্রুপ স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এ সময় বক্তারা সাংবাদিক মাহমুদুর রহমানকে ‘সাহসী কলম সৈনিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “মাহমুদুর রহমানের মতো সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে। দেশের প্রতিটি ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিএনপির জেলা সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “দেশে গুম-খুনের দায়ভার যাঁরা বহন করেন, তাঁদের বিচার বাংলার মাটিতেই হবে। মোস্তফা কামালসহ এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow