মাাগুরায় নবাগত পুলিশ সুপারের যোগদান
মাগুরায় নবাগত পুলিশ সুপার হিসেবে মিনা মাহমুদা বিপিএম যোগদান করেছেন। তিনি প্রথমে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন। সে সময় নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম পূর্বে নৌ পুলিশ নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন।
২ সেপ্টেম্বর সোমবার মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও পুলিশ ফোর্সদের সঙ্গে শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা,এস এম মোবাশ্বের হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),মাগুরা, দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলায় কর্মরত পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?