মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

নোয়াখালীর চাটখিলে মায়ের সঙ্গে অভিমান করে কুলসুম আক্তার (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত কুলসুম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা হারুন রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলসুম মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত সময় দিচ্ছিলেন বলে তার মা মঙ্গলবার সকালে ক্ষুব্ধ হয়ে সেটি ভেঙে ফেলেন। এতে অভিমান করে ওইদিন দুপুরে তার মা পাশের বাড়িতে গেলে কুলসুম বসতঘরের টিনের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে, চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মায়ের ওপর অভিমান করেই কুলসুম আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
What's Your Reaction?






