মিঠাপুকুরে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশিকুর রহমান, মিঠাপুকুর প্রতিনিধি, রংপুরঃ
Apr 1, 2025 - 22:43
 0  3
মিঠাপুকুরে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার মুশাপুর স্মার্ট ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় মুশাপুর দাখিল মাদ্রাসার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হালিম মণ্ডল এবং সঞ্চালনা করেন মুশাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ এনামুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকলেছুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড, মোছাঃ ফাওদিয়া লায়লা, অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সুবেদার এবং মোঃ আজাদুল মণ্ডল।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সমাপনী বক্তব্যে মুশাপুর স্মার্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow