মিঠাপুকুরে কৃষি অফিসের ল্যাপটপ চুরির সময় চোর আটক

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Jun 6, 2024 - 17:48
 0  9
মিঠাপুকুরে কৃষি অফিসের ল্যাপটপ চুরির সময় চোর আটক

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে  যাওয়ার সময় ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা চোরাই কৃত ল্যাপটপ সহ চোর নুরুন্নবী মন্ডলকে (৩০)আটক করে রশি দিয়ে বেঁধে রাখে।  পরে ল্যাপটপটি উদ্ধার করে চোরকে থানায় দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। 

জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসের নীচ তলার  হলরুমে  মিটিং চলছিল। এ সময় অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা সেখানে অবস্থান করছিল। অফিস ফাঁকা পাওয়ার সুযোগে বগুড়া জেলার শীবগন্জ উপজেলার বুড়িহাহাট গ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র নুরুন্নবী মন্ডল (৩০) নামের যুবক কৃষি অফিসের  ল্যাপটপটি ব্যাগে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় হঠাও মিটিং কাজে ল্যাপটপ টি আনতে গেলে ল্যাপটপটি না পেয়ে ও অচেনা লোক সন্দেহে চোর নুরুন্নবী মন্ডলের হাতে থাকা ব্যাগটি সন্দেহ মুলকভাবে  খুঁজলে তার ব্যাগ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। উপজেলা  কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন জানান আমরা মিটিং এর জন্য অফিসের সকলেই হলরুমে ছিলাম। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মিঠাপুকুর   থানায় একটি মামলা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow