মিঠাপুকুরে কোটা বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
রংপুরের মিঠাপুকুরে দেশব্যাপী কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা এবং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ পালন করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এসময় রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রংপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
শনিবার বিকাল ৩ টায় মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ছাত্র হত্যার প্রতিবাদ ও গ্রেফতারে সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা শান্তি পূর্ণ সমাবেশ করায় তাদের বাঁধা প্রদাণ করা হয়নি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সজাগ আছে।
What's Your Reaction?