মিঠাপুকুরে পুকুরে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
মিঠাপুকুরের লতিবপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে হিমেল নামের সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সোমবার বেলা ৪টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হিমেল ওই গ্রামের কৃষক হুমায়ূন মিয়ার ছেলে ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত হিমেল বাড়ির বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তার সাথে খেলতে থাকা ছোট বাচ্চাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জানতে পারে হিমেল পুকুরে পড়ে গেছে। পরে তাকে পুকুরের কাঁদাতে মাথা ঢুকানো অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করে দেখতে পায় হিমেলের শ্বাস-প্রশ্বাস বন্ধ। স্থানীয়রা হিমেলের পেট-পিট চাপ দিলে মুখ দিয়ে শুধু দুপুরে খাওয়া কাঠাল ও কাদা বের হয় । পরে তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
What's Your Reaction?