মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদুর 

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Jan 18, 2025 - 21:04
 0  3
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদুর 

শনিবার (১৮ ফেব্রয়ারী) রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোট গ্রহন  অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী অংশগ্রহন করেন। শহীদুল ইসলাম  সাধন ৭'শ২৮ ভোট পেয়ে  সভাপতি  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিতন্ধী দেলনুর হোসেন তিনি ভোট পেয়েছেন ৫ 'শ ২ ভোট। 

অপর দিকে সাধারন সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিত্বন্ধিতা করেন। সাজ্জাদুর রহমান সাধারন সম্পাদক পদে ৬শ ১১ ভোটপেয়ে সাধারন সম্পাদক  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল  আমিন পেয়েছেন ৪শ,১৯ ভোট। 
 প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোট সংখ্যা ছিল ১ হাজার ৫ শ ৪৫ টি। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অত্যান্ত সুষ্ঠু ও শান্তি পুর্ণভাবে  মিঠাপুকুর  সরকারী মডেল উচ্চ  বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow