মিঠাপুকুরে বাস-ইটভাঙা ট্রলির সংঘর্ষ, নিহত-২
রংপুরের মিঠাপুকুরে ঢাকাগামী সৌখিন পরিবহনের সাথে ইটভাঙা ট্রলির সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা সৌখিন পরিবহনের বাসটি আটক করলেও বাসটির ড্রাইভার এবং হেলপার পালিয়ে যায়।
শনিবার (২১-সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে দু'জনেই ছিলেন ইটভাঙা শ্রমিক। তারা জীবিকার তাগিদে রাজশাহী থেকে রংপুরে এক ঠিকাদারের মাধ্যমে ইটভাঙা শ্রমিকের কাজে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শঠিবাড়ী ড্রিম প্লাস ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী সৌখিন পরিবহনের দ্রুতগামী বাসটি পৌছা মাত্রই পশ্চিম দিক থেকে ইটভাঙা শ্রমিকদের বহন করা ট্রলির সংঘর্ষ ঘটে। এতে রাজশাহী জেলার চারঘাট থানার হলদিবাড়ি গ্রামের মৃত-মতিন মিয়ার ছেলে হাছেন মিয়া(৪০) এবং একই গ্রামের মৃত- খোদা বকসের ছেলে সেলিম মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযান চালান এবং যান চলাচল স্বাভাবিক করেন।
বড়দারগাহ হাইওয়ে পুলিশের সার্জেন্ট- আব্দুর রাশেদ জানান, দূর্ঘটনার কবলিত বাস এবং ট্রলি থানায় নিয়ে আসা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।
What's Your Reaction?