মিঠাপুকুরে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ 

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Jun 11, 2024 - 21:57
 0  4
মিঠাপুকুরে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ 

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়নের  হরিহরপুর বিলের পাড় ব্রিজ নির্মাণে নিম্ন মানের সামগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাবিব কনস্ট্রাকশনের বিরুদ্ধে।

মঙ্গলবার(১১ জুন) নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। পরবর্তীতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে স্থানীয়দের সঙ্গে দফারফা করে ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার লতিবপুর ইউনিয়নের হরিহরপুরে ৫৬,২৪,২৯৬ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণের কাজ চলমান রয়েছে। ব্রিজটি নির্মাণের টেন্ডার পেয়েছে হাবিব কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন যাবৎ ব্রিজটির নিচের অংশের ঢালাইয়ের কাজ চলছে। পাইল ঢালাই কাজে রড-সিমেন্ট,পাথর পরিমাণে কম দিয়ে বালির পরিমাণ বেশি দেয়ার জন্য, পাইলের গভীরতা কম দেয়া,নিম্নমানের রড ব্যবহার ও  ব্রিজের পাইলে রডের খাচা পরিমাণের চেয়েও কম দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে। এমন অভিযোগ তুলে মঙ্গলবার(১১ জুন) বেলা ১১ টার সময় ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। দীর্ঘ সময় দেনদরবারের পর মোটা অংকের উৎকোচের বিনিময়ে স্থানীয়দের সঙ্গে দফারফা করে পুনরায় নির্মাণ কাজ চালু করে হাবীব কনস্ট্রাকশন।

এবিষয়ে হাবিব কনস্ট্রাকশনের স্বাত্মাধিকারী বেলাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।পরবর্তীতে ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা বেলাল আহমেদের পিতার মুঠোফোন দিয়ে যোগাযোগ করা হলে বেলাল হোসেন জানান,অযৌক্তিক অভিযোগ তুলে ঝামেলা করে কাজ বন্ধ করে দিয়েছিল কিছু ব্যক্তি। তাদেরকে ৭০০০ টাকা চা-নাস্তা বাবদ দিয়ে পুনরায় কাজ চালু করেছি। আপনারা বিকেলে আমার সঙ্গে দেখা করেন।

মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী  (এলজিইডি) মোঃ আখতারুজ্জামান জানান, এ বিষয়ে কেউ কোন প্রকার অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow