মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস উদযাপন

আশিকুর রহমান,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Dec 9, 2024 - 18:56
 0  9
মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস উদযাপন

রংপুর জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায়  ৯ ডিসেম্বর সোমবার সকালে বেগম রোকেয়া সাখাওত হোসেনের নিজ বাসস্থান মিঠাপুকুর পায়রাবন্দে শুভ উদ্বোধন শুরুতেই রোকেয়া স্মৃতি তোরণে বেগম রোকেয়া স্বরণে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিয়ে শুভ উদ্বোধন করেন বেগম রোকেয়া দিবস। 

 মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মভিটার স্মৃতিস্তম্ভে পুষ্পামাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম ফয়সাল , ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মোঃআমিনুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ,  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কমি উপস্থিত ছিলেন। 

এ সময় রোকেয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে 
জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিয়ে শুভ উদ্বোধন করেন বেগম রোকেয়া দিবস। 

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে রোকেয়া দিবস উপলক্ষ্যে  পায়রাবন্দ সরকারি কলেজ প্রাঙ্গনে ০৩ দিনব্যাপী মেলা, বিতর্ক প্রতিযোগিতা, নাটক নাটিকা, শিশু কিশোর কিশোরীদের  চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা চলবে।মিঠাপুকুর শিশু একাডেমি অংশগ্রহণ করেন।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪ তম জন্মদিন ও ৯২তম মৃত্যুবার্ষিকী। 

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া বেগম রোকেয়াকে জাতি শ্রদ্ধাহৃদয়ে গভীর ভাবে স্মরণ করেন।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠতম নির্বাচিত হয়েছিলেন।

 তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনা হলো ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘পদ্মরাগ’, ‘অবরোধ-বাসিনী’।

১৯৭৪ সাল থেকে পায়রাবন্দবাসী বেগম রোকেয়ার স্মরণে রোকেয়া দিবস পালন করে আসছেন। সরকারিভাবে ১৯৯৪ সাল থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাঁকজমকভাবে দিবসটি পালিত  হয়ে আসছে।দিবস উপলক্ষে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে বিভিন্ন ধরনের রকমারি দোকান পাট, আসবাবপত্র দোকান বসে মেলায় দশনাথী দের উপচে পড়া ভিড় বেশ চোখে পড়ার মতো এটি রোকেয়া মেলা বলে পরিচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow