মিঠাপুকুরে লাউয়ের পাতা তুলতে গিয়ে টয়লেটে পড়ে একই পরিবারের দুইজন সহ তিনজনের মৃত্যু

আশিকুর রহমান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
Jul 4, 2024 - 20:04
 0  47
মিঠাপুকুরে লাউয়ের পাতা তুলতে গিয়ে টয়লেটে পড়ে একই পরিবারের দুইজন সহ তিনজনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় লাউ গাছের পাতা তুলতে গিয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে কার্বন-ডাই-অক্সাইডের কারণে। এ ঘটনার অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে ।বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

নিহতরা হলেন, বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৬), বাদশা মিয়ার ছেলে হুদা মিয়া (৩৫) ও প্রতিবেশি তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া(৩৫)। 

স্থানীয়দের বরাতে জানা যায় -বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫) লাউয়ের পাতা উঠানোর জন্য বাড়ির পিছনের জঙ্গলে মই দিয়ে উঠা মাত্রই টয়লেটের ঢাকনা ধসে গিয়ে টয়লেটের গর্তে পড়ে যায়। মাকে উঠানোর জন্য তার  ছোট ছেলে ইদা মিয়া(৩৫) টয়লেটের গর্তে লাফ দেয়। তাদের উঠতে না দেখে পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিযা(৩৫) সাহসিকতার সহিত ঝপিয়ে পড়লেও সেও আর উপরে উঠতে পারেনি । 

পরবর্তীতে  মিঠাপুকুর ফায়ার সার্ভিসে জানানো  হলে একটি দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হলে পরবর্তীতে রংপুরের দলকে কল করে নিয়ে আসেন। ফায়ার সার্ভিস কর্মীদের দুইটি ইউনিট মিলে কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন। প্রথমে ইবলুল, দ্বিতীয় ইদা ও শেষে তার মা দেলোয়ারা বেগমকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা ।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রবিউল ইসলাম জানান- ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই ফায়ার ডিফেন্স কর্মীরা টয়লেটের সেফটি ট্যাংক থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়। দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হলে আমরা রংপুরের ফায়ার ও সিভিল ডিফেন্স কর্মীদের অবগত করলে তারা সহ দুটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফেরদৌস ওয়াহিদ জানান-এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারনে ঘটনাটি ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow