মিঠাপুকুরে ১১টি কেন্দ্রে নির্বিঘ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সক্রিয় তদারকিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে মিঠাপুকুর উপজেলার ১১টি কেন্দ্রে নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মনের নেতৃত্বে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘুরে দেখেন প্রশাসনিক কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, প্রবেশপথে তল্লাশি এবং কেন্দ্রভিত্তিক নজরদারি ছিল চোখে পড়ার মতো।
মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মণ্ডল জানান, “উপজেলার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
এদিন এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন অনুপস্থিত ছিলেন; পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫৮৫ জন। দাখিল পরীক্ষায় ১ হাজার ৭৯ জনের মধ্যে অংশগ্রহণ করেন ১ হাজার ২৯ জন এবং দাখিল ও এসএসসি ভোকেশনালে ২৩০ জনের মধ্যে অংশ নেন ২২১ জন পরীক্ষার্থী।
ইউএনও বিকাশ চন্দ্র বর্মন বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। পরীক্ষার্থীরা যেন মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে জন্য কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষার প্রতিটি দিনে কঠোরভাবে দায়িত্ব পালন করবে।”
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে স্থানীয় প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক মহলে প্রশংসিত হয়েছে।
What's Your Reaction?






