মিথ্যা গুজবের প্রতিবাদ করেছে থানচি বিএনপি

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Apr 22, 2024 - 19:01
 0  10
মিথ্যা গুজবের প্রতিবাদ করেছে থানচি বিএনপি

বান্দরবানে থানচি উপজেলার বাংলাদেশ জাতীয় বাদী দল  বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো নামে আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ  নির্বাচনের প্রথম ধাপে  চেয়ারম্যান পদে অংশ গ্রহন করেও বান্দরবান পার্বত্য জেলার পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা নিকট মোটা অংকে টাকা নিয়েও নির্বাচন হতে সরে দাড়িয়েছে এবং নির্বাচন বর্জন করা হয়েছে বলে একটি গুজব ছড়িয়েছে থানচির উপজেলা সকল জনসাধারনে কাছে।

এ গুজবটি গত কয়েক সাপ্তাহব্যাপী ছড়িয়ে পড়ে এবং উপজেলা বিএনপি' র নেতা কর্মীরা আলোচনা সমালোচনা ঝড় তুলে। বিষয়টি জানতে পেরে সোমবার ২২ এপ্রিল বিকালে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থানচি উপজেলা শাখা সভাপতি স্বাক্ষরিত দলীয় প্যাডে মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে থানচি উপজেলা সাংবাদিকদের কাছে প্রেরণ করা হয়েছে।

 উপজেলা বিএনপি সভাপতি খামলাই ম্রো এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,থানচি সদর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত: ডিংতে ম্রো এর ছেলে খামলাই ম্রো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন সক্রীয় কর্মী। গত ১৯ ও ২০ এপ্রিল থানচি বাজারে আমার নামে এক গুজব ছড়ানো হয়েছে। তিনি বিবৃতিতে আরো বলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হতে মোটা অংকে টাকা নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্জন করেছি। আমার নামে এমন মিথ্যা ও গুজব ছড়ানো সম্পূর্ণ ভিক্তিহীন মিথ্যা বানোয়াট বলে তিনি দাবী করেন । ২০০৯ সাল হতে অদ্যাবধি থানচি উপজেলা বিএনপি'র সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে মান্য করে আসন্ন ৬ষ্ঠ উপজেলার পরিষদের নির্বাচনের অংশ গ্রহন থেকে নিজেকে বিরত থেকেছেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্তকে গ্রহন করে  নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং বিএনপি সকল নেতা কর্মীদের গুজবের কান না দিতে অনুরোধ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow