মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির নেতা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর কাদের খান মিল্টনকে একটি হত্যা মামলায় মিথ্যা ভাবে জড়ানোর পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) উপজেলার স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মফিজুর কাদের খান মিল্টন বলেন, “বোয়ালমারী ওয়াপদা মোড় এলাকার পূর্ব কামারগ্রাম নিবাসী মো. লুৎফার মোল্যার ঘর ভাড়া নিয়ে আমি বিগত পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছি। লুৎফার মোল্যা ও আমিন মোল্যা পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছে। এরই জেরে গত ২১ মার্চ সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।”
তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমি উভয় পক্ষকে থামানোর চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে বোয়ালমারী থানায় ফোন করে ঘটনাটি জানাই। তখন হট্টগোলের মধ্যে কে বা কারা দেলোয়ার হোসেন দুলু মোল্যাকে ছুরিকাঘাত করে। পরে ৬ এপ্রিল তিনি মারা যান।”
মফিজুর কাদের খান বলেন, “২৭ মার্চ নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগপত্রে আমার নাম না থাকলেও একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে পরিকল্পিতভাবে এ মামলায় জড়াতে চাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় যেমন হামলা-মামলার শিকার হয়েছি, তেমনি এখনো মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। আমি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
What's Your Reaction?






